۲۲ آذر ۱۴۰۳ |۱۰ جمادی‌الثانی ۱۴۴۶ | Dec 12, 2024
পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা ড. ইউনূসের
ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক

হাওজা / যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ দেশে ফেরত আনতে সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ দেশে ফেরত আনতে সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার অন্তর্বর্তী সরকারপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক ও জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি।

পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘দেশ থেকে পাচার হওয়া টাকা কিভাবে দেশে ফেরত আনা যায় সে বিষয়ে ব্রিটিশ হাইকমিশনারের কাছে সহযোগিতা চেয়েছেন ড. ইউনুস। ব্রিটেনে প্রচুর টাকা পাচার হয়েছে, সে টাকা যেন ফেরত আনা যায় সে বিষয়ে হাইকমিশনারের সহযোগিতা চাওয়া হয়েছে।’

প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, ‘দেশের অর্থনীতিকে ধ্বংস করে, চুরি করে বিদেশে পাচার করা টাকা ফিরিয়ে আনা বর্তমান অন্তর্বর্তী সরকারের অন্যতম লক্ষ্য। একইসাথে বিদেশি বিনিয়োগ আনতেও এ সরকার কাজ করছে।’

ব্রিফিংয়ে শফিকুল আলম বলেন, ‘ড. ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে। বাংলাদেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে। বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে ফান্ডিং দরকার। এজন্য জাপান ও ব্রিটেনের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে। এছাড়াও রোহিঙ্গাদের শিক্ষা ও মৌলিক অধিকার নিয়ে আলোচনা হয়েছে। জাপান ও ব্রিটেন সহযোগিতার আশ্বাস দিয়েছে।’

تبصرہ ارسال

You are replying to: .